
আর ২ বছর বয়সী আলিয়ার কি বোঝার মত বয়স? ফলে যা হবার তাই হয়েছে। বাড়িতে প্যান্ট পরতে পারছে না দেখে সোজা ৯১১ কে কল করে পুলিশের সাহায্য চায় আলিয়া।
এদিকে গ্রিনভেল কাউন্টি পুলিশ কল পেয়ে বুঝতে পারছে না কি কারণে এই ছোট বাচ্চা তাদের কল করে ডাকল। অনেক সময় বাচ্চারা বিপদে পড়লে ৯১১ কল করে। এই ভেবে গ্রিনভিল কাউন্টি পুলিশ ‘লোনস’ বাচ্চাটির বাড়িতে যায়।
বাসায় গিয়ে দেখে ছোট আলিয়া প্যান্ট পরার জন্য পুলিশকে ডেকেছেন। পুলিশও বাচ্চাটির আবদার পুরণ করেছে। পরে সতর্ক করে দিয়েছে। এসব কারণে পুলিশকে ডাকা উচিত না। তোমার মা-বাবা, ভাই-বোনকে এসবের জন্য ডাকবে।সুত্র:ইন্টারনেট।
Tags: american news, bangla hashir khobor, bangla shongbad, bd news usa, bideshi khobor, gorom khobor, sotoder khobor, usa er khobor.
No comments:
Post a Comment