
যেখানে এই পুরস্কার মঞ্চে বা অনুষ্ঠানে উপস্থিত থাকাটাও বেশ গৌরবের বলে মনে করেন বেশির ভাগ, সেখানে অস্কারের অনুষ্ঠান বয়কট করলেন অস্কারের জন্য মনোনীত বিদেশি ছবি ‘দ্য সেলসম্যান’-এর অভিনেত্রী ইরানের জনপ্রিয় তারকা তারানে আলিদুসতি। Actress Alidoosti Avoided Oscar কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? অভিনেত্রীর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরানিয়ান ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় অস্কার অনুষ্ঠান বয়কট করছেন তিনি।
টুইট করে তারানে জানিয়েছেন, ইরানিদের ভিসার উপর এই নিষেধাজ্ঞা বর্ণবিদ্বেষমূলক। জানি এটি একটি সাংস্কৃতিক মঞ্চ, তবু এর বিরোধিতায় আমি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আসব না।
প্রসঙ্গত, ট্রাম্পের নির্দেশে ইরান-সহ মোট সাতটি মুসলিম অধ্যুষিত দেশের ভিসার আবেদন এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সরব হয়েছেন অসংখ্য মানুষ। যদিও মার্কিন প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমে জানিয়েছেন, মুসলিম নিষিদ্ধকরণ নয়, সন্ত্রাস দমনই তাঁর আসল উদ্দেশ্য।সুত্র:-ইন্টারনেট।Iranian Actress Alidoosti Avoided Oscar
Tags: Actress Alidoosti latest news, Alidoosti bangla news, Alidoosti films, Alidoosti oscar movie, BD News about Alidoosti.
No comments:
Post a Comment