
দেখে রীতিমতো চমকে উঠলেন তার ভক্তরা। কারণ ছবিতে আনুশকা এক পাঞ্জাবি ভূত হয়ে এসেছেন। ছবির প্রেক্ষাপট পাঞ্জাবের ফিল্লোর গ্রাম। anushka sharma horror film nh10 download.
ভূত-আনুশকার এক জীবিতর সঙ্গে বিয়ে হয়ে যায়। সেই চরিত্রে অভিনয় করেছেন সুরজ শর্মা। ছবিতে তিনি মাঙ্গলিক। বাগ্দত্তার সঙ্গে বিয়ের আগে একটি গাছের সঙ্গে বিয়ে করেন। সেই গাছেই বাস আনুশকার ভূতের। ব্যস্! বরকে আর ছাড়তে চায় না সে। যেখানেই যান সুরজ, পিছু নেন। বিয়েতেও চলে বাগড়া। এর পরই ফ্ল্যাশব্যাকে উঠে আসে আনুশকার অতীত। Hot anushka sharma horror film news and free download links.
গ্রামের উঠতি গায়ক দিলজিতের সঙ্গে সম্পর্ক হয়েছিল তাঁর। শেষ পর্যন্ত কী করে ভূত হলেন, জানা যাবে ২৪ মার্চ। সেদিনই মুক্তি পাবে ছবিটি। আনুশকার প্রযোজনায় প্রথম ছবি ‘এনএইচ১০’। সেই ছবির গল্পও ছিল অন্য রকম। তাই এবার স্বাভাবিকভাবেই ‘ফিল্লোরি’ নিয়ে দর্শকদের আগ্রহ একটু বেশি। ছবির পরিচালক আনশাই লাল। শাহরুখের ‘চক দে’ ছবির সহপরিচালক ছিলেন তিনি।আশা করা যাচ্ছে “চকদে”র মতো এবারো তিনি ফাটিয়ে দেবেন। সুত্র:-ইন্টারনেট।
Tags: anushka sharma ghost movie, anushka sharma horror movie, anushka sharma latest movie, anushka sharma new movie news, anushka sharma nh10 songs, film nh10 latest news, NH10 movie news.
No comments:
Post a Comment