Breaking News
recent

অপুর বাবুটা নাকি ভীষণ লক্ষী! Apu Biswas Son

অপুর ছোট্ট সোনার মজার গল্প:

অত্যন্ত আবেগঘন ও খুশী জড়ানো কন্ঠে অপু বিশ্বাস জানালেন,'আমার ছেলেটা ভীষণ লক্ষ্ণী। তার ভবিষ্যৎ গড়তে মা হয়ে যেটা করা প্রযোজন আমি করব। সবাই আমার জন্য ও আব্রামের জন্য দোয়া করবেন।

 আজ বুধবার একটি অনলাইন পোর্টালের ফেসবুক ফ্যানপেইজের লাইভে এসে নিজের সন্তান আব্রাহাম খান জয়ের প্রসঙ্গে এসব কথা বলেন।

অপু বলেন, আমার অনেক সময় মন খারাপ থাকলে সে পাশে এসে বসে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। এরপর আমার গালে আদর করে। ভীষণ ভালো লাগে তার এই কর্মকাণ্ড।

জয়ের ভবিষ্যত সম্পর্কে অপু বলেন, আব্রাহাম কি হবে বা ও কি হতে চায় বা আমরা কি করতে চাই এটা বড় চিন্তার ব্যাপার নয়। ভাবতে হবে ও কি চায়। আমি ওরটাই মূল্যায়ন করব। ও যখন বড় হবে ও যেটা অনুভব করবে বা আমাদের যা অনুভব করাবে আমি বা শাকিব সেই সিদ্ধান্তটা নেব।

Tags: অপু বিশ্বাস, শাকিব খান ও অপু,অপুর ছেলে,শাকিবখান,সাকিবখান,শাকিব অপু,শাকিব খান ও অপু, Shakib Khan Opu Biswas,ShaklibKhan,Shakeb Khan opu love.

No comments:

Post a Comment

Labels

BDNews (175) Download (2) Funny (61) Life-Style (37) Stories (15) Tips (154) Videos (30)
Powered by Blogger.