ভয়ানক ডাকাতের পাল্লাই...

একা রাস্তা দিয়ে যাচ্ছে।
পথি মধ্যে ডাকাত ধরে বলতেছে,
তোর যা আছে সব দে।
দূর্ভাগ্য ক্রমে ওই লোকের কাছে কিছুই
ছিল না।
ডাকাতকিছুনা পেয়ে ওই লোককে
ছেড়ে দিছে।
লোকটা মনের আনন্দে গুনগুন করে গান
করে আবার
হাঁটা ধরছে।
এই লোকের আনন্দ দেখে ডাকাতের
মেজাজ
গেছে খারাপ হয়ে।
ডাকাত ওই লোককে আবার ডাকদিছে।
লোকটা কাছে আসলে ডাকাত
বলতেছে
-লুঙ্গী চ্যাগায়া উপরে তোল।
ওই লোক লুঙ্গী উপরে তুলছে।
এবার ডাকাত টানদিয়া ওই লোকের
একটা বাল
ছিড়ছে এবং ঝাড়ি দিয়া বলছে যা
এইবার ভাগ।
ওই লোক ভ্যাবাচ্যাকা খায়ে
ডাকাতকে প্রশ্ন করে,
"এরকম করলে কেন ?"
ডাকাত বলে -"তুইতো ফিরে গিয়ে
সবাইকে বুক
ফুলায়ে বলবি
- রাস্তায় ডাকাত ধরছিল আমার বালও
ছিঁড়তে পারে নাই।
সেইজন্য তোর একটা বাল ছিঁড়ে
রেখে
দিলাম।
যাতে এই কথা কইতে না পারিস"
No comments:
Post a Comment