Breaking News
recent

নায়িকা মৌসুমীর পদত্যাগ ! BD Naika Mousumi

বাংলাদেশী জনপ্রিয় নায়িকা মৌসুমীর চলচ্চিত্র থেকে পদত্যাগ !!

দেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

আজ (সোমবার) পদত্যাগপত্র জমা দেন তিনি। তার চিঠি গ্রহণ করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।



পদত্যাগপত্রে মৌসুমী বলেন, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-২০১৯ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হই। ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে কারণে আমি উক্ত পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী।

এ ব্যাপারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জাগো নিউজকে বলেন, এর আগে মৌসুমী ম্যাডাম শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি। নতুন কমিটির কোনো সভা ও কার্যক্রমে তিনি আসেননি। অবশেষে আজ সোমবার (৩ জুলাই) তার লিখিত অব্যাহতিপত্র হাতে পেয়েছি আমরা। এ ব্যাপারে কমিটির আগামীর সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৫ মে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ৩৪৯ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী। মৌসুমী নির্বাচনে অংশ নিয়েছিলেন ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে। বর্তমানে মৌসুমী মনতাজুর রহমান পরিচালিত দুলাভাই জিন্দাবাদ ছবিতে অভিনয় করছেন।

Tags: নাইকা মোসুমি,বাংলা নায়িকা,বাংলাদেশী নায়ক নায়কা,নায়কা মৌসুমি,desi heroin mousmi,bd naika moushumi,musumi hot news.

No comments:

Post a Comment

Labels

BDNews (175) Download (2) Funny (61) Life-Style (37) Stories (15) Tips (154) Videos (30)
Powered by Blogger.