Breaking News
recent

বিদ্যা বালানের গালে লম্বা দাঁড়ি! Bidya Balan Hot News

বিদ্যা বালানের গালে ছেয়ে গেলো সাদা লম্বা দাঁড়ি !

হট গার্ল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের ছবি দেখলে যে কেউ অবাক হবেন। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ব্যতিক্রমী সব ছবি দিয়ে ভর্তি করে রেখেছেন।

গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের পুরনো একটি ছবি আপলোড দেন বিদ্যা। ছবিটিতে বিদ্যাকে চেনাই যাচ্ছে না। কারণ তার মুখ ভরা লম্বা ঘন দাড়ি।

ছবিটি শেয়ার করে বিদ্যা লিখেছেন, 'মঞ্চ নাটকে আমার প্রথম চরিত্রে... এই একটি মঞ্চ নাটকই আমি করেছি। '

বলিউডের গুণী এই অভিনেত্রী এখন 'তুমহারি সুলু' ছবির কাজ নিয়ে ব্যস্ত। সুরেশ ত্রিবেনী পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর। এতে রেডিও জকির ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালানকে।

Tags: Bidya balan hot news,Bidya balan sexy pictures,Bidya balan new movies,hot Bidya balan.

No comments:

Post a Comment

Labels

BDNews (175) Download (2) Funny (61) Life-Style (37) Stories (15) Tips (154) Videos (30)
Powered by Blogger.