মঙ্গলবার রাজধানীর কোক স্টুডিওতে সেট ফেলে শুটিং হয় গানটির। কোরিওগ্রাফি করেছেন হাবিব। বিপাশা বলেন, ‘আগেও বেশ কিছু গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব পেয়েছিলাম, রাজি হইনি। এ গানটি করতে রাজি হওয়ার বিশেষ কারণ আছে, পারিশ্রমিক পেয়েছি ফিল্মের সমপরিমাণ। তা ছাড়া কস্টিউম থেকে শুরু করে যা যা চেয়েছি—সব চাহিদাই ওরা পূরণ করেছে। গানটিও শ্রুতিমধুর।, Latest bangladeshi item songs of Bipasha Kabir Hot Song download.
১৩ ফেব্রুয়ারি ইউটিউবে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন বিপাশা। যেকোনো ছবির আইটেম গানে পারফরম্যান্স বাবদ এই অভিনেত্রী পারিশ্রমিক নেন এক লাখ ২৫ হাজার টাকা। এই মিউজিক ভিডিওতেও সমপরিমাণ অর্থ পেয়েছেন তিনি।আর সে কারনেই কাজটি তিনি যথাসাধ্য মন লাগিয়ে শেষ করেছেন। এখন শুধু নির্ধারিত সময়ে দর্শক মন যাচাইয়ের পালা। সুত্র: ইন্টারনেট।
Watch Now
Boshonto Batashe Music Video By Bipasha Kabir:
Tags: bd songs download, Bipasha Kabir latest item dance, Bipasha Kabir new hot songs, Bipasha Kabir new item song video, download bangla music video, hot bangladeshi music video, hot Bipasha Kabir item song, watch Bipasha Kabir item gan
No comments:
Post a Comment