মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে মশার উৎপাত থেকে বাঁচতে বিভিন্ন ধরনের উপায় বের করা হয়েছে। কিন্তু মশার কামড়ে শরীরে চুলকানি শুরু হলে তা ঠেকানোর উপায় কম। এবার সেই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে লম্বাটে আকৃতির ডিভাইস বাইট হেলপার।

মশার কামড়ে শরীরে ফুলে ওঠা অংশের আকার ও চুলকানি কমিয়ে আনার কাজ করবে এটি। শরীরের অন্যান্য স্থানের ব্যথা সারানোর কাজও করবে ডিভাইসটি। ব্যাটারিচালিত বহনযোগ্য ডিভাইসটির দাম ৩৯ ডলার।
নিউজ সূত্র : ম্যাশেবল
Tags: Moshar jala, Mosha Marar tips, Mosquito bite, Mosquito tips in bangla,মশার জ্বালা,মশার যন্ত্রনা থেকে মুক্তি, মশার উপদ্রব,মশার কামড়ের ঔশুধ,মশাদের তাড়ানোর টিপস,মশা তাড়ানোর উপায়।
No comments:
Post a Comment