
ডেইলি মেইল অনলাইনে প্রকাশিত খবরে জানা যায়, কয়েকদিন আগে কেনাকাটার জন্য উত্তর আমাজনের এক শপিং মলে গিয়েছিলেন ওই ৫৭ বছর বয়সী ওই মহিলা। কেনাকাটার সময়ই ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।
শপিংমলে সেই সময় ঢুকে পড়ে ডাকাত দল। দুষ্কৃতিরা গুলি চালাতে শুরু করে। একটি বুলেট লাগে ওই মহিলার দেহে। প্রথমে তো তিনি ভেবেই নিয়েছিলেন যে, বেঁচে ফেরার রাস্তা আর নেই। কিন্তু আশ্চর্য হয়ে দেখলেন, গুলি লেগেও তার কিছুই হয়নি।
কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন, তার অন্তর্বাসের নিচে জ্বালা অনুভব করেন। এরপরই তিনি দেখলেন একটি বুলেট অন্তর্বাসে আটকে রয়েছে। আসলে ওই মহিলার ব্রায়ের ধাতব অংশে গুলি লেগে তা আটকে যায়। ফলে জীবন ফিরে পান তিনি। Source:Internet.
Tags: bangla choti golpo news, bd news bangla choti, bd news funny stories, funny bangla choti, funny bra news.
No comments:
Post a Comment