
শনিবার একই রকম বিয়ের পোশাক পড়ে ৬২টি দেশের নারী-পুরুষের অংশগ্রহণে গণবিয়ের আয়োজন করে গির্জাটি।
চার্চের প্রতিষ্ঠাতা সান মিউং মুন’র স্ত্রী একটি বড় স্টেডিয়ামে আয়োজিত এই গণবিয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এদের মধ্যে ১ হাজার জুটির প্রথমবারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়। অনুষ্ঠানে অংশ নেয়া ২ হাজার জুটির ইতোমধ্যেই বিয়ে হয়েছিল।

মুনের স্ত্রী হান হাক-জা ২০২০ সাল নাগাদ ‘পৃথিবীতে স্বর্গ প্রতিষ্ঠার’ মিশন সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গির্জার প্রতিষ্ঠাতা সান মিউং মুন ২০১৩ সালের সেপ্টেম্বরে ৯২ বছর বয়সে মারা যান। News Source:Internet.
Tags: ajob deser khobor, bd news and fun, funny news, world top news, crazy news fun.
No comments:
Post a Comment