Breaking News
recent

দীপিকা ও প্রিয়াংকার ৪ মিনিটের ইনকাম ! Deepika and Priyanka

দীপিকা ও প্রিয়াংকার ৪ মিনিটে এক কোটি ত্রিশ লাখ রূপি !

জনপ্রিয় দুই তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং প্রিয়াংকা চোপড়া বর্তমানে তাদের ক্যারিয়ারের স্বর্ণযুগ পার করছেন। সম্প্রতি ‘আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০১৬’ আসরে চার মিনিটের একটি স্টেজ পারফর্মেন্সের জন্য এক কোটি ত্রিশ লাখ রূপি দাবি করেছেন তারা।


গত ২৩ জুন থেকে স্পেনের মাদ্রিদে শুরু হয়েছে ‘আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০১৬’ এর আসর। চার দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হবে ২৬ জুন রাতে। আর এই অনুষ্ঠানে পারফর্ম করতেই আয়োজকদের কাছে মোটা অঙ্কের দাবি করে রীতিমত সাড়া ফেলে দিয়েছেন হলিউডগামি দুই বলিউড তারকা।

যদিও তাদেরকে এই টাকা দিতে আপত্তি নেই আয়োজকদের। কিন্তু এরই মধ্যে একাধিক খবরে জানা যায় যে আয়োজকরা দীপিকা-প্রিয়াংকাকে একসঙ্গে স্টেজে দেখতেই এমন প্রস্তাব দিয়েছিল। তবে দীপিকা-প্রিয়াঙ্কা নাকি একসঙ্গে পারফর্ম করতে মোটেও রাজি নয়। শেষ পর্যন্ত একসঙ্গে আইফার মঞ্চে পারফর্ম করেন কিনা তা জানা যাবে ২৬ জুন রাতে।

Tags: all time hot news, bangla bd news all, bayok naikader khobore, desi hot news, gorom gorom khobor, letest bd news.

No comments:

Post a Comment

Labels

BDNews (175) Download (2) Funny (61) Life-Style (37) Stories (15) Tips (154) Videos (30)
Powered by Blogger.