মুম্বাই সংবাদদাতা: প্রিয়াঙ্কার সঙ্গে দৌড়ে অনেকটাই এগিয়ে যেতে চলেছেন দীপিকা পাডুকোন। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন- বলিউড থেকে হলিউডে পাড়ি দিইয়ে এই দুটি নামই এখন সবচেয়ে বেশি চর্চিত। একদিকে সদ্য মুক্তি এয়েছে দীপিকার প্রথম হলিউড ছবি xXx: Return of Xander Cage। অন্যদিকে প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ও এই বছরই মুক্তি পাবে। অন্যদিকে প্রিয়াঙ্কার ঝুলিতে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ। কিন্তু সূত্রের খবর যে দীপিকার ঝুলিতে আরও একটি আন্তর্জাতিক ছবি। Priyanka VS Deepika news bangla.

একটি ইন্দো-চাইনিজ ছবিতে এবার দীপিকা অভিনয় করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। ‘ব্যাং ব্যাং’ ছবির পরিচালক সিদ্ধার্ত আনন্দ একটি ইন্দো-চাইনিজ ছবি করতে চলেছেন। ছবিতে থাকবেন চিনা অভিনেতা ডেং চাও। দুটি সংস্কৃতির মধ্যে প্রেমের গল্পই হল এই ছবির মূল বিষয়। সিদ্ধার্ত আনন্দ বলেন, “এই ছবির মাধ্যমে অন্য আরও একটি সাংস্কৃতিকে বিশ্লেষণ করার জন্য আমি খুবই উত্তেজিত। আমাদের চিনা প্রযোজক ডেং চাও-কে ছবিতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে চিনে যাওয়ার পরই এর অন্তিম সিদ্ধান্ত নেব”। Priyanka VS Deepika bd news.
ছবিতে প্রথম সারির অভিনেতারাই শুধু জায়গা পাবেন বলে জানান সিদ্ধার্ত। তিনি বলেন, “প্রথম সারির যে অভিনেত্রীদের আন্তর্জাতিক অস্তিত্ব আছে, তাদের মধ্যেই একজন এই ছবিতে জায়গা করে নিতে পারবেন”। এই মুহূর্তে একমাত্র দীপিকা ও প্রিয়াঙ্কাই আন্তর্জাতিক স্তরে কাজ করছেন। তবে সূত্রের খবর অনুযায়ী প্রিয়াঙ্কাকে পিছনে ফেলে ইতিমধ্যেই দীপিকা এই ছবিটি হাতিয়ে নিয়েছেন।
এই ছবিটি এক চিনা পুরুষ ও এক ভারতীয় মহিলার প্রেমের গল্প। খুব সম্ভবত এই ছবির নাম ‘লাভ ইন বেজিং’ হবে বলে শোনা যাচ্ছে। সুত্র:ইন্টারনেট।
Tags: Deepika's english movie, Deepikas chinese movie, Deepikas new movie, download english movei of Deepika, new movie of Deepika and priyanka.
No comments:
Post a Comment