
অ্যালকোহল স্লো পয়জনের মত শরীরকে আসতে আসতে মৃত্যুর দিকে ঠেলে দেয়! তবে একদিনে কোনও ব্রেক না নিয়ে যদি ‘১৩ শট’ মদ কেউ পান করেন তাহলে তার মৃত্যু অনিবার্য। অ্যালকোহল মস্তিষ্কে সবথেকে বেশি প্রভাব ফেলে। আর একটানা এমনই হতে থাকে থাকে তাহলে তার খারাপ প্রভাব পরবে হৃদস্পন্দন এবং নিশ্বাস-প্রশ্বাসে। এমনকি একজনের মৃত্যুও হতে পারে। Health Tips About Eating Too Much Foods.
এত না হয় গেল মদের বিষয়। অতিরিক্ত জলেও কিন্তু থাকছে মৃত্যুশঙ্কা।
দিনে ৬ লিটারের বেশি জল যদি এক নাগারে পান করে তাহলে ঘটে যেতে পারে অঘটন! মাত্রাতিরিক্ত পরিমাণ জল মস্তিষ্কের ওপর চাপ বিস্তার করে। আর এই মাত্রাতিরিক্ত চাপ একজনকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে। সুত্র: ইন্টারনেট্। Bangla health tips on eating too much.
Tags: bangladeshi health tips, bd news health tips, free health tips, health tips and news in bangla, health tips bangla, new health tips in bangla font, shastho tottho.
No comments:
Post a Comment