ফরিদপুর র্যাব ৮-এর অধিনায়ক মো রউছউদ্দিন জানান, আজ দুপুর ২টার দিকে গোপণ সংবাদের মাধ্যমে খবর পেয়ে শহরের গোয়ালচামটে অবস্থিত আল বেগ হোটেলে অভিযান চালান র্যাব ৮-এর সদস্যরা। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুজন খদ্দের ও সাতজন নারী এবং হোটেলের ব্যবস্থাপক অধীর দেবনাথকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. পারভেজ মল্লিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই খদ্দের ও সাত যৌনকর্মীকে ১৫ দিনের কারাদন্ডাদেশ দেন। এসব কাজে সহযোগিতা করার দায়ে আল বেগ হোটেলের ব্যবস্থাপক অধীর দেবনাথকে এক মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
এদিকে র্যাবের অভিযান চালানোর সময় দেখা যায়, হোটেলে অবস্থানরত কয়েকজন নারী মুখ লুকিয়ে কাঁদছেন। এক নারীর কোলে ছিল প্রায় তিন বছর বয়সী এক ছেলেশিশু। শিশুর গায়ে জামা ছিল না। হোটেলের চারপাশে ছিল উৎসুক লোকজনের ভিড়। সুত্র:ইন্টারনেট।
Tags: ফরিদপুরের খবর,ফরিদপুর জেলা,ফরিদপুর বিভাগ,ফরিদপুরের মাগি পাড়া,ফরিদপুরের বেশ্যালয়,ফরিদপুরের কলেজ,ফরিদপুরের হসপিটাল,ফরিদপুরের কল গাল,Faridpur news,Faridpurer khobor,daily faridpur,faridpur district.
No comments:
Post a Comment