প্রযুক্তি আর পদ্ধতির পরির্বতনের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে মানুষের জিবন যাত্রার মান। এসব পরিবর্তনকে সাদরে গ্রহণ করছে তরুণ প্রজন্ম। এই যেমন সাধারণ উপায়ে চুল কাটার পদ্ধতি ও উপকরণ সম্পর্কে আমাদের সবারই কম-বেশি জানা। যে বিষয়টি অনেকের অজানা বা কল্পনাতেই আসেনি সেটি হলো- আগুন দিয়ে চুল কাটা, যাকে বলা হচ্ছে ’ফায়ার হেয়ারকাট’।

সম্প্রতি ভারতের দিল্লিতে চালু হওয়া ‘ফায়ার হেয়ারকাট’দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। দিল্লি শহরে যেসব সেলুনে ‘ফায়ার হেয়ারকাট’ সিস্টেম আছে। সেসব সেলুনে স্টাইলিশ তরুণ-তরুণীদের ভিড় বাড়ছে।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা যায়।
Tags: চুল কাটার নতুন পদ্ধতি, নতুন লাইফ ষ্টাইল. Chul katar notun style,Chul katar new style, Notun life style, New life style, Hair cut by fire.
No comments:
Post a Comment