আইনাইন তার সেলুনে সবসময় নিত্যনতুন পদ্ধতি যোগ করার চেষ্টা করেন। হাতুড়ি ও ছুরি দিয়ে চুল কাটার অভিনব পদ্ধতিটিও তিনি আবিষ্কার করেন।
আল আরাবিয়ার কাছে তিনি জানান, ছুরিতে হাতুড়ি দিয়ে আঘাত করে এর ধারালো অংশটা দিয়ে চুল কাটেন। এভাবে চুল কাটলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং মাথার তালুর একটি ভালো ম্যাসাজ হয়। খদ্দেররা এতে বেশ আরাম পান বলে জানান তিনি।
তার বেশির ভাগ খদ্দের সাধারণত তরুণ। অনেকে অবশ্য এতে ভয় পান। এটা ব্যবহার করতে নিষেধও করেন।
এ নিয়ে বলতে গিয়ে আহমেদ আইনাইন বলেন, কিছু খদ্দের আছে যারা এটা পছন্দ করেন না। তবে এ পদ্ধতিতে চুল কাটতে আগ্রহীদের বড় অংশই তরুণ। তারা এভাবে চুল কাটতে চান। কারণ এটা ব্যতিক্রম এবং মজার। তারা নতুন সবকিছু পরখ করে দেখতে চান।
তবে এভাবে চুল কাটতে গিয়ে তিনি খদ্দেরদের কাছে অতিরিক্ত ফি দাবি করেন না।
Watch Funny Haircut Video Now:
Tags: funny hair cut,hair cut funny style,most funny hair cut,crazy haircut saloon.
No comments:
Post a Comment