বলিউডে পা রাখার আগে মুম্বাইয়ের জুহু বিচে একজনকে জিমন্যাস্টিকস করতে দেখতেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি সূর্যনারায়ণ সিংহ। তাঁর কাছেই যোগ আর জিমন্যাস্টিকস শিখেছেন এই অভিনেত্রী। ১৮ বছর বয়স থেকে তাঁর কাছে তালিম নিচ্ছেন কঙ্গনা।

সম্প্রতি সেই যোগ গুরুকে দু-কামরার একটি ফ্ল্যাট উপহার দিলেন কঙ্গনা। যাতে এই ফ্ল্যাটে সূর্যনারায়ণ সিংহ যোগ সেন্টার শুরু করতে পারেন। ফ্ল্যাটের একটি ব্যালকনি দেখে মোহিত হয়েছেন কঙ্গনার গুরু। ওই বারান্দাতেই যোগ শেখাবেন তিনি।
অভিনয় জীবনের শুরু থেকেই গুরু আলাদাভাবে মনোবল জুগিয়েছেন কঙ্গনাকে। অভিনয়ে ডাক না পাওয়া থেকে সিনেমা ফ্লপ সব ক্ষেত্রেই সাহস জুগিয়েছেন গুরু সূর্যনারায়ণ সিংহ।তাই ফ্ল্যাটটি হাতে পেয়েই তা সঙ্গে সঙ্গে গুরুকে দেননি তিনি। পুরো ফ্ল্যাটটাকে সুন্দর করে যোগকেন্দ্রের মতো নিজের হাতে সাজিয়েছেন। এটা গুরুর প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য। কিছুদিন আগে বোন রঙ্গোলি চান্ডেলকেও একটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন কঙ্গনা।Kangana Ranaut Giving Flat for her Guru সুত্র: এনবি।
Tags: bd news about Kangana Ranaut, Kangana Ranaut hot pics, Kangana Ranaut latest gift, Kangana Ranaut latest news, Kangana Ranaut new apartment.
No comments:
Post a Comment