ঘটনাটি ঘটেছে অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ ছবির সেটে। অভিনয় করতে করতে একঘেয়েমি এসে যায়। তাই ‘জগ্গা জাসুস’-এর সেটে এবার নয়া ভূমিকায় দেখা গেল ক্যাটকে। হেয়ার স্টাইলিস্ট হয়ে গেলেন ক্যাটরিনা, এবং তাঁর প্রথম ক্লায়েন্ট হলেন পরিচালক অনুরাগ বসু।
প্রসঙ্গত, সম্প্রতি অনুরাগ নিজের টুইটারে হেয়ার স্টাইলিস্ট ক্যাটরিনার কার্যকলাপের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, অনুরাগের চুলে কাঁচি চালাচ্ছেন অভিনেত্রী। Hot Actress Katrina Kaif As Hair Stylist.
তবে ভিডিওতে অনুরাগের ক্যাপশন লিখেছেন, এই নয়া হেয়ারকাটে বেজায় খুশি তিনি। (সুত্র:ইন্টারনেট)
ভিডিও দেখতে নীচে ক্লিক করুন :
Tags: bd news about Katrina Kaif, Katrina Kaif bangla news, Katrina Kaif beautiful hair style, Katrina Kaif latest bollywood news, Katrina Kaif latest news, Katrina Kaif live videoi, Katrina Kaif real life, Katrina Kaif upcoming new movie, new hair style of Katrina Kaif.
No comments:
Post a Comment