বিনোদন মিডিয়া: সালমান খান ও ক্যাটরিনার সম্পর্ক আলোচিত বলিউড গসিপ,দীর্ঘদিন পর তা ভেঙে যায়। তবে এ বিষয়ে কথাবার্তা বলার ব্যাপারে সালমান বরাবরই ছিলেন উদাসীন।

তবে সম্প্রতি আবারো তারা একে অন্যকে নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, ঘনিষ্ঠ ছবি শেয়ার দিয়ে ভক্তদের মনে নতুন করে নানা প্রশ্নের জন্ম যুগিয়েছেন।
এবার খুব মনে করে ক্যাটরিনার জন্মদিনে প্রকাশ্যে জানালেন ‘বার্থডে উইশ’।
ঠিক যেন জন্মদিনের সারপ্রাইজ গিফট পেলেন ক্যাটরিনা কাইফ। উপহারটা দিলেন ক্যাটরিনার প্রাক্তন প্রেমিকই! কী সেই উপহার জানেন? শুক্রবার নিউইয়র্কে ‘আইফা’র মঞ্চে সবাইকে চমকে দেন সল্লু মিয়া। তার পাশে দাঁড়িয়ে তখন অনুপম খের, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটসহ অনেকে।
উপস্থিত সকলকে অবাক করে দিয়ে সালমান গেয়ে ওঠেন ‘হ্যাপি বার্থ ডে টু ক্যাট…’। তারপর অনুপম খেরকে টপকে গিয়ে নায়িকাকে চুম্বন করেন তিনি।
আজ ১৬ জুলাই ক্যাটরিনার জন্মদিন। তার আগেই এই সারপ্রাইজ গিফট পেয়ে খুশি নায়িকাও।
Tags: সালমান খান, ক্যাটরিনা কাইফ,ক্যাটরিনা কাইপ,সালমান ক্যাটরিনা,Slaman Khan Katrina Kaif,Slaman khan romance,Katrina kaif romance.
No comments:
Post a Comment