আজব দুনিয়ায় আর কত চমক যে দেখাবে সবাই। সেই চমক দেখানোর কাজটি যখন কোন নারী করে, তখন তো বিষয়টি আরো অন্যরকম হয়ে যায়। ইউটিউব তারকা লিনা তার ফ্যানদের মন ভাল করে দেওয়ার মতো খবর দিলেন। খানিকটা অপ্রত্যাশিতভাবেই একটি প্রতিশ্রুতি দিয়ে ফেললেন তিনি। আর তাতেই বাড়ল তাঁর ভক্তদের অ্যাড্রিনালিন ক্ষরণ।Lina Will Be Naked For FansLina Will Be Naked For Fans.
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে হট ও সিজলিং লিনা জানিয়েছেন, ফ্যানদের জন্য একটি সেক্স টেপ প্রকাশ করবেন তিনি। তবে তাঁর একটাই শর্ত আছে। ইউটিউবে তাঁর ভক্তের সংখ্যা ছুঁতে হবে ১০ লক্ষ।
অনলাইনে তুমুল জনপ্রিয় এই ভিডিও ব্লগার। নানারকম কাজে দর্শক তথা তাঁর ফ্যানদের আটকে রাখেন তিনি। এবার তাঁর নতুন পরিকল্পনার কথা জানালেন। অনলাইনেই লিনা জানিয়েছেন, “গতবছর একাধিকবার পর্নগ্রাফিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছি। ইন্টারনেটে কিছু উত্তেজক ছবি দিলেই সাধারণত এমন প্রস্তাব পাওয়া যায়। তবে আমি সেসবে কখনওই আগ্রহ দেখাইনি। কারণ পর্নগ্রাফিতে অভিনয়ের কোন ইচ্ছেই আমার নেই। কিন্তু আমার পরিচিত কেউ, যার সঙ্গে যৌন মিলনে আমি দ্বিধা বোধ করি না, তার সঙ্গে একটা সেক্স টেপ বানানো যেতেই পারে। সেই বিষয়টা উপভোগও করব। ” এ বক্তব্যের মাধ্যমে লিনা তাঁর বর্তমান বয়ফ্রেন্ড অ্যাডামের সঙ্গে যৌন মিলনের ভিডিওই প্রকাশ্যে আনার ইঙ্গিত দিয়ে রাখলেন৷
ভক্তদের উদ্দেশে তিনি আরও জানিয়েছেন, তাঁর যৌন জীবনের সেই ঘনিষ্ঠ মুহূর্ত অনলাইনে দেখার জন্য ইউটিউব চ্যানেলে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা হতে হবে অত্যন্ত ১০ লক্ষ। ভিডিওটি পোস্ট করার পর থেকে গত পাঁচ দিনে প্রায় ১০ লক্ষ বার তা দেখা হয়েছে। এই ক’দিনেই তাঁর ৬০ হাজার ফলোয়ার বেড়ে গেছে। তবে সাবস্ক্রাইবারের সংখ্যা এখনও ১০ লক্ষ ছোঁয়নি। ফলোয়ার বাড়ানোর ভালই ফন্দি এঁটেছেন এই অনলাইন তারকা। আর যাঁরা ইতিমধ্যেই লিনার ইউটিউব চ্যানেল লাইক করেছেন, তাঁরা সেক্স টেপ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।
Tags: bangla news youtube, bd news youtube, crazy youtube video, latest youtube hot video, top viral video on youtube, youtube hot girls, youtube hot news.
No comments:
Post a Comment