রাগের চোটে হোয়াইট হাউসে বোমা মারতে চেয়েছিলেন ম্যাডোনা। কারণ একটাই, ডোনাল্ড ট্রাম্পের জয়। অনেক শিল্পী, লেখকের মতোই ট্রাম্পের জয়ে নাখুশ পপ স্টার ম্যাডোনা রবিবার নারীদের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন।

সেখানেই জানিয়ে দিলেন, ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেশের কোনো নারীই দেখতে চান না। যেদিন ট্রাম্প নির্বাচনে জিতেছিলেন, সেদিনই তাঁর মনে ইচ্ছা হয়েছিল ট্রাম্পকে খতম করার। ভেবেছিলেন, যেদিন ট্রাম্প হোয়াইট হাউসে ঢুকবেন, সেদিনই বোমা মেরে উড়িয়ে দেবেন। তীব্র ক্ষোভ ধরা পড়ছিল তাঁর গলায়।Pop Star Madonna Vs Donald Trump
রবিবারের মিছিলে প্রাথমিকভাবে আসার কথা ছিল না ম্যাডোনার। মিছিল শুরু হয়ে যাওয়ার পরেই হঠাৎ হাজির হন তিনি। সাংবাদিকদের স্পষ্ট ভাষাতেই জানিয়ে দেন নতুন প্রেসিডেন্টের সক্রিয় বিরোধীতায় সব সময় সামনের সারিতে থাকতে চান তিনি। আর থাকবেন নাই বা কেন! ভোট প্রচারের সময় থেকেই নারীদের নানাভাবে অপমান করেছিলেন ট্রাম্প। ক্ষমতায় আসার পরই সাংবাদিকদের অমানুষ বলে গাল দিয়েছেন। এটা তাঁর স্বভাব। তাই প্রতিবাদের ঝড়ও যে আগামী তিন বছরে উত্তাল করবে আমেরিকা, সেটা শপথের রাতেই পানির মতো পরিস্কার হয়ে গেছে।
Tags: bd news about madonna, madonna vs donuld trampt, pop star madonna reaction.
No comments:
Post a Comment