
আরও পড়ুন, ‘আমাকেও রাজ সম্পর্কে লোকে কত কী বলেছে, আমি তো বিশ্বাস করিনি!’
হ্যাঁ, সদস্যই। সে হল মিমির নতুন পোষ্য। নায়িকার পশুপ্রেমের কথা ইন্ডাস্ট্রিতে সকলেই জানেন। ঘনিষ্ঠ মহলে পোষ্যকে নিজের ছেলে বলেন তিনি। সম্প্রতি তাঁর বাড়িতে এল আরও এক পোষ্য সারমেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার ছবি শেয়ার করে মিমি লিখেছেন, ‘আমার পরিবারের নতুন সদস্য।’ তাকে নিয়েই এখন মন কেমন ভুলে রয়েছেন তিনি। Indian Actress Mimi Chakraborty New Friend.
আদতে উত্তরবঙ্গের মেয়ে মিমি কাজের সূত্রে কলকাতায় একাই থাকেন। মাঝে মাঝে তাঁর ফ্ল্যাটে এসে থাকেন বাবা-মা। কাজ বাদ দিয়ে বাকি সময়টা পোষ্য সারমেয়দের নিয়েই সময় কাটে তাঁর। এমনকী তাদের নিজে হাতে খাইয়েও দেন নায়িকা। এ বার সেই লিস্টে যোগ হল আরও এক সারমেয়। সুত্র:এনবি।
Tags: mimi big boobs, mimi chakraborty hot news, mimi chakraborty latest movie, mimi hot romance, mimi hot unseeen, mimi navel photos, new movie mimi chakraborty.
No comments:
Post a Comment