ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এ ছবিতে প্রথমবারের মতো মোশাররফ করিম ও মাহিকে একসঙ্গে বড় পর্দায় দেখা মিলতে পারে পারে। মোশাররফ করিম বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন। দেশে ফিরলেই সব চূড়ান্ত হবে বলে নির্মাতা সুত্রে জানা গেছে।

বর্তমানে চলচ্চিত্রটির দৃশ্যায়নের লোকেশন ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড, সদরঘাট, কমলাপুর রেলস্টেশন ও বান্দরবানে দৃশ্যায়নের কাজ হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হতে পারে বলেও সুত্রে জানা যায়।
উল্লেখ্য: মোশাররফ করিমের প্রথম চলচ্চিত্র ‘জয়যাত্রা’, এরপর অভিনয় করেছেন ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’, ‘জালালের গল্প’ এবং সবশেষ ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রে দেখা যায় এ অভিনেতাকে।
Tags: মোশাররফ করিমের সাথে মাহিয়া মাহি,মাহিয়া মাহির বাংলা নাটক,বাংলা নাটক মোশাররফ ও মাহিয়া মাহি.Mosharrof Karim Bangla Natok,Mosaraf Korim natok,Bangla Natok Mahia Mahi.
No comments:
Post a Comment