এখনও পর্যন্ত তিনি বলিউডে যাত্রা শুরু করেননি। পারিবারিক ধারা মেনে হয়তো অচিরেই সিলভার স্ক্রিনে এন্ট্রি হবে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার। তবে সোশ্যাল মিডিয়ায় ভরপুর তাঁর উপস্থিতি। ইতিমধ্যেই নেক্সট জেনারেশনের ফ্যাশনিস্তা হিসেবে নিজের ইমেজ গড়ে তুলেছেন।

কখনও বন্ধুদের সঙ্গে পার্টির ছবি শেয়ার করেছেন ওয়েব ওয়ার্ল্ডে। কখনও বা ছুটির মেজাজে নভ্যাকে দেখেছেন অনুরাগীরা। এ বার তাঁর নাচের পারফরম্যান্সও পরখ করা যেতে পারে। আর সে সুযোগ করে দিলেন খোদ নভ্যা। সম্প্রতি নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
তা দেখে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করছে, খুব তাড়াতাড়িই হয়তো বলি পাড়ায় আসবেন নভ্যা। যদিও তাঁর মা শ্বেতা আগেই জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে মেয়ের পড়াশোনার দিকেই কড়া নজর রয়েছে পরিবারের। অভিনয়ের কোনও পরিকল্পনা নেই।সুত্র: ইন্টারনেট।
Tags: Navya Naveli latest news in bangla, Navya Naveli lovers, Navya Naveli movie, Navya Naveli new looking, Navya Naveli top newses.
No comments:
Post a Comment