
সম্প্রতি বলিউডের ছবি পাকিস্তানের প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় অনুমতি পায়। রবিবার থেকে ‘কাবিল’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো ছবিগুলি দেখানো শুরু হয়। কিন্তু, সোমবারম নতুন নির্দেশে বাদ পড়ে গেল শাহরুখ-মাহিরার ‘রইস’ ছবিটি। পাকিস্তানের সেন্সর বোর্ড জানায়, এই ছবির বিষয়বস্তু আপত্তিকর। তাই ছাড়পত্র দেওয়া যাবে না। ’
সেন্সর বোর্ডের এই নতুন সিদ্ধান্তে ‘রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া ক্ষুব্ধ হয়ে টুইট করে লিখেছেন, ‘পাকিস্তানে রইস নিষিদ্ধ? ক্ষুব্ধ! হতাশ!’
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির বিষয়বস্তু নিয়েই আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। ছবিতে নাকি মুসলমানদের নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। ধর্মীয় গোষ্ঠীকে অসম্মান করা হয়েছে। তাদের অপরাধী এবং সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয়েছে। Pakistan Banned Raees Film
বলিউডি ছবি পাকিস্তানে দেখানোর ছাড়পত্র মেলায় টিম-রইস বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিল। কিন্তু, পাকিস্তানি সেন্সর বোর্ডের নির্দেশে তা ভেস্তে গেল! উল্লেখ্য যে শাহরুখ খান ইসলাামের মধ্যম পন্থা অবলম্বন করতেই পছন্দ করেন, তাই মুসলমানদের বাশ দেওয়ার মতো মুভিতে তিনি অভিনয় করে আরেকবার ভারতীয়দের জনপ্রিয়তাকে বৃদ্ধি করে নিলেন।কিন্তু সবাইতো আর তার মতো নয়।বিশেষকরে পাকিস্তানের মতো কোন দেশ। সুত্র: ইন্টারনেট।
Tags: bd news about raees, full hd movie Raees download, latest news about movie raees, movie Raees download, Raees banned in pakistan, Raees box office, raees has been forbidden for pakistani.
No comments:
Post a Comment