এ ছাড়াও জুতার হিলে, কৃত্রিম স্তনে, খাবারের মধ্যে, বইয়ের মধ্যে, ভাস্কর্যের মধ্যে… এই তালিকা লিখে শেষ করার মতো নয়। কিন্তু কখনো কি শুনেছেন যে, মাদক চোরাচালানের অভিযোগে কবুতর গ্রেপ্তার করা হয়েছে? উদ্ভিদ এবং প্রাণীও যে এ কাজে ব্যবহৃত হচ্ছে এটাই তো অনেকের জানা ছিল না।

আল আরাবিয়া ইংরেজি কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ সম্প্রতি একটি কবুতর ধরেছে। কবুতরটি প্রায় ১৭৪টি এসটেসি ট্যাবলেট (মাদকজাতীয় ওষুধ) খুবই সতর্কতার সঙ্গে বহন করছিল।
অতীতে কবুতরকে বার্তা প্রেরণ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হতো। অথচ তখন কি কেউ ভেবেছিল যে, কবুতরকে এর পাশাপাশি একদিন মাদক পাচারে প্রশিক্ষিত করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, কবুতরকে এখন মাদকদ্রব্য পাচারের প্রশিক্ষণ দিচ্ছেন মাদক ব্যবসায়ীরা। কারণ কবুতর কোনো রকমের বিরতি ছাড়াই ১৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে এবং তাদের শরীরের ওজনের তুলনায় ১০ শতাংশ বেশি ওজন বহন করতে পারে। এ কারণে চোরাচালানকারীদের এখন প্রিয় পাখি কবুতর।
তবে এ ঘটনায় যে কবুতরটি ধরা পড়েছে তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার দেখিয়ে খাঁচায় বন্দী করে রেখেছে। খোঁজা হচ্ছে এর মালিককে।
Tags: ajob khobor,funny news bd,bd mojar khobor,desi khobor,bangladesher khobor,hashir khobor bangla.মজার সংবাদ,হাসির সংবাদ, হাসির খবর বাংলা,বাংলাদেশী হাসির খবর,বিশ্ব বিচিত্রা খবর.
No comments:
Post a Comment