এরপর আরেকটি কাজ (অ্যা কিড লাইক জেক) করেছেন তিনি। এবার শুরু করলেন হলিউডে নিজের তিন নম্বর ছবি। এর নাম ‘ইজ নট ইট রোমান্টিক?’।

নতুন ছবিতে যোগব্যায়ামের শুভেচ্ছাদূত ইসাবেলা চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এতে তার সহশিল্পীদের তালিকায় আছে লিয়াম হেমসওয়ার্থ, রেবেল উইলসন, অ্যাডাম ডেভিন, বেটি গিলপিন।

রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটি পরিচালনা করছেন টম স্ট্রাউস-শুলসন। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় মুক্তি পাবে ২০১৯ সালের ভালোবাসা দিবসে।
আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান প্রিয়াঙ্কা। এর সুবাদে বলিউডের গণ্ডি পেরিয়ে তিনি এখন হলিউডেই বেশি ব্যস্ত। পশ্চিমে এখন ঘরে ঘরে ৩৪ বছর বয়সী এই তারকার নাম!
এদিকে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ হলিউডে প্রযোজনা শুরু করবেন তার মেয়ে। এখন পারপল পিবেল পিকচার্স প্রতিষ্ঠান থেকে ভারতে আঞ্চলিক ভাষার ছবি প্রযোজনা করছেন তিনি।.”
Tags: Priyanka Chopra new movies, Priyanka Chopra english movies,Priyanka Chopra latest movie,download Priyanka Chopra new movies,Priyanka Chopra hollywood movie.
No comments:
Post a Comment