Breaking News
recent

প্রিয়াঙ্কার শরীরের কোনও শেপই ঠিক নেই Priyanka Chopra Hot Body

“প্রিয়াঙ্কার শরীরের কোনও কিছুর শেপই ঠিক নেই”-প্রযোযক:

ইতিপূর্বেও বহু নায়িকা ‘বডি শেমিং’-এর শিকার হয়েছেন । সেই তালিকায় যে প্রিয়ঙ্কা চোপড়াও রয়েছেন তা বোধহয় এতদিন অজানা ছিল দর্শকদের। সম্প্রতি একটি মার্কিন টিভি শো-এ গিয়ে প্রিয়ঙ্কা শেয়ার করলেন একটা সময় বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন তিনিও।

আরও পড়ুন, ইনিই আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের বোন? Priyanka Chopra Hot Body Shape
প্রিয়ঙ্কা বললেন, ‘‘তখনও আমি অভিনেত্রী হিসেবে পরিচিতি পাইনি। মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছি। এক প্রযোজকের সঙ্গে কাজ নিয়েই কথা বলতে গিয়েছিলাম। তিনি বলেন, আমার শরীরের নাকি কিছুই ঠিক নেই। কোনও কিছুর শেপই ভাল নয়। এমনকী নাকটাও খুব খারাপ।’’
আরও পড়ুন, সইফ-তৈমুরের বন্ডিং কেমন? শেয়ার করলেন করিনা Priyanka Chopra Hot Body Pictures.
এ সব শুনে ওই শোয়ের অ্যাঙ্কর প্রশ্ন করেন, ‘‘এটা আপনার আসল নাক তো?’’ উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন নায়িকা। তারপর বলেন, ‘‘অবশ্যই এটা আমার আসল নাক। প্লিজ সকলকে বলে দিন এটা। কারণ অনেকেই ভাবেন, নাক নিয়ে আমি নাকি অনেক কিছু করেছি।’’ সুত্র-ইন্টারনেট।

Tags: bd news about priyanka chopra, priyanka chopra english song, priyanka chopra hot hd video, priyanka chopra hot news, priyanka chopra hot pitures, priyanka chopra mp3 songs, priyanka chopra new hindi movie.

No comments:

Post a Comment

Labels

BDNews (175) Download (2) Funny (61) Life-Style (37) Stories (15) Tips (154) Videos (30)
Powered by Blogger.