বলিউডের হট ও জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এখন হলিউডেরও আলোচিত নাম। ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি। তবে ক্যারিয়ারের মন্দা সময়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী- এমনটাই জানিয়েছেন তার সাবেক ম্যানেজার প্রকাশ যাজু।

ক্যারিয়ারের একটা সময় খুবই সংগ্রাম করতে হয়েছে প্রিয়াংকাকে। প্রকাশের দাবি, ‘প্রিয়াংকাকে এখন হয়তো খুবই শক্ত দেখায়, তবে একটা সময় সে খুব ভঙ্গুর ছিল। ক্যারিয়ারের বাজে সময়টায় সে দু-তিনবার আত্মহত্যা করারও চেষ্টা করেছিল, তবে আমি তাঁকে থামাতে পেরেছিলাম।’
প্রকাশ আরো দাবি করেন, সে সময়টায় প্রিয়াংকা এবং তাঁর কথিত সাবেক প্রেমিক অসীম মার্চেন্টের মধ্যে অনবরত ঝামেলা লেগে থাকত। প্রিয়াংকা সে সময় কান্নাকাটি করতেন আর মাঝরাতে প্রকাশকে ফোন করতেন। একবার অসীমের সঙ্গে ঝামেলা হওয়ার পর তিনি মুম্বাইয়ের ভাসাই এলাকায় গাড়ি ছুটিয়েছিলেন, উদ্দেশ্য ছিল আত্মহত্যা করা। সে সময় প্রকাশই তাঁকে আটকান।
শুধু তাই নয়, মায়ের মৃত্যুর পরও নাকি এক উঁচু ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী। ফ্ল্যাটের সব জানালায় গরাদ দেওয়ার আগ পর্যন্ত এই প্রিয়াংকাকে নাকি চেয়ারে বেঁধেও রাখতে হয়েছে মাঝেমধ্যে।
Tags: Priyanka chopra khobor, Priyanka love and roamance, Priyanka chopra life style, bd news 24 site, hot bd news 24, latest bd news, latest bollywood news, Priyanka Suicide news.
No comments:
Post a Comment