-পিরোজপুরের মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল মালেক হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত ৩টার দিকে কাউখালী উপজেলায় পারসাতুরিয়া গ্রামে মেয়ের শ্বশুরবাড়ি থেকে আবদুল মালেককে গ্রেফতার করা হয়।

সোমবার বেলা ১২টার দিকে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) ওয়ালিদ হোসেন তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, শনিবার দুপুর ২টার দিকে চতুর্থ শ্রেণি(১০) পড়ুয়া ওই মাদ্রাসাছাত্রীকে বাড়ির পাশের একটি কলাবাগানে ডেকে নিয়ে যান আবদুল মালেক। সেখানে নিয়ে তাকে জোর করে ধর্ষণ করেন মালেক। এরপর ধর্ষণের কথা কাউকে বলতে নিষেধ করেন তিনি। পরে রবিবার মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে।পরে এ ঘটনায় রোববার রাত ১০টার দিকে মেয়েটির মা বাদী হয়ে কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। Pirojpurer khobr bangla.
সংবাদ সম্মেলনে আবদুল মালেক হাওলাদার উপস্থিত সাংবাদিকদের সামনে হাত জোড় করে ক্ষমা চান। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমাকে মাফ করে দেন।’ সুত্র: পিরোপুর সংবাদদাতা।
Tags: bd news Pirojpurer shoingbad, daily news Pirojpur, dhaka Pirojpurer bangla news, Pirojpurer khobor bangla, Pirojpurer kotha.
No comments:
Post a Comment