যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার ছবি মুক্তি না দেওয়ার জন্য আন্দোলনে নামে চলচ্চিত্র ঐক্যজোট। ২১ জুন সেন্সর বোর্ড ঘেরাও করে তারা। এ সময় বোর্ডের সদস্য ও মধুমিতা প্রেক্ষাগৃহের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বোর্ডে প্রবেশ করতে গেলে বাধা দেয় আন্দোলনকারীরা।

একপর্যায়ে লাঞ্ছিত হন নওশাদ। হাত তোলা হয় তাঁর গায়ে। এরই প্রতিবাদে গতকাল সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সেখানে এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মিশা সওদাগর, রিয়াজ ও প্রযোজক খোরশেদ আলম খসরুকে নিষিদ্ধ করে তারা।
প্রদর্শক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘আমরা এমন ঘটনা আশা করিনি। নওশাদ নিজেই একজন প্রযোজক। তাঁর প্রতিষ্ঠান মধুমিতা মুভিজের ব্যানারে অনেক নান্দনিক ছবি নির্মিত হয়েছে। আজ তাঁর গায়ে হাত তোলা মানে পুরো চলচ্চিত্র পরিবারকে লাঞ্ছিত করা। ২৬ জুলাই থেকে মিশা, রিয়াজ ও খসরুর নিষেধাজ্ঞা কার্যকর হবে। কারণ এর আগে অনেক প্রেক্ষাগৃহ ছবি বুকিং দিয়ে রেখেছে। আমরা চাই না কারো ব্যবসায় ক্ষতি হোক। ’
Tags: bd entertainment,binodon shongbad,bichitra khabor,binodon bichitra,bd binodon,multimedia news,চলচ্চিত্রের খবর,বিনোদন সংবাদ,বিচাত্রা সংবাদ,বিচিত্র সংবাদ,রিয়াজ,মিশা সওদাগর,চলচ্চিত্রের খবর.
No comments:
Post a Comment