সালমান খানের দেহরক্ষী শেরার বেতন কত জানেন!
অভিনয় লাইফে নিজেই ‘বডিগার্ড’-এর চরিত্রে অভিনয় করেছেন। সেখানে নায়িকা করিনা কপূরের দেখভালও করেছেন রীতিমতো দক্ষ দেহরক্ষীর মতোই।
রিয়েল লাইফেও নিজের সুরক্ষার ব্যপারে প্রচণ্ড খুঁতখুঁতে সলমন খান। ফ্যানদের হাত থেকে নিষ্কৃতি পাওয়াই হোক, বা পাপারাৎজির খপ্পর থেকে নিস্তার পাওয়া— সবেতেই প্রিয় বডিগার্ডের উপরেই নির্ভর করেন ভাইজান।
তবে দেহরক্ষীর সংখ্যা একাধিক হলেও বডিগার্ড শেরাই সলমনের প্রধান পছন্দ। নিজের যে কোনও প্রয়োজনে শেরাই হন ভাইজানের মুশকিল আসান। শেরা নামটিও সলমনেরই দেওয়া। নায়কের ২০ বছরের পুরনো এই দেহরক্ষীর আসল নাম গুরমিৎ সিংহ জলি।
তবে নায়কের সৌজন্যে সকলের কাছেই তিনি এখন শেরা নামেই পরিচিত। নিজের প্রিয় পাত্রকে তাই তাঁর প্রাপ্য থেকেও বঞ্চিত করেন না সলমন।
বলিউডের খবর, শেরার মাসিক বেতন নাকি ১৫ লক্ষ টাকা। বার্ষিক প্রায় দুই কোটি টাকার কাছাকাছি রোজগার করেন ভাইজানের এই বডিগার্ড শেরা।সুত্র:এ.বি.
Tags: bollywood salman khan, salman khan lover girl, salman khan news bd, salman khans body guird.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment