
দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে ভারতীয় শিল্পী সুদর্শনের কীর্তির কথা। এবার তিনি বালি দিয়ে তৈরি করে ফেললেন আস্ত একটি দুর্গ। যার উচ্চতা ৪৮ ফুট আট ইঞ্চি। স্যান্ড আর্ট ইনস্টিটিউটের ৩০ জন ছাত্রকে সঙ্গে নিয়ে পুরীর সমুদ্রসৈকতে এই সুউচ্চ দুর্গটি বানিয়ে ফেলেছেন তিনি। সেখানেই উপস্থিত ছিলেন গিনেস বুকের কর্মকর্তারা। তার হাতের জাদুতে মুগ্ধ হয়ে শিল্পী সুদর্শনকে সম্মানিত করেন গিনেস বুক। এর আগে সর্বোচ্চ বালির দুর্গটি ছিল ৪৫ ফুট লম্বা।
গত বছর বড়দিনে চার দিন ধরে এক হাজার ১০টি সান্তা ক্লজ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সুদর্শন। সেই কৃতিত্বের জন্য লিমকা রেকর্ড বুকে জায়গা করে নিয়েছিলেন তিনি। ইতিমধ্যে দেশটির পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন এই বালুশিল্পী। এবার গিনেস বুকে নাম তুলে ইতিহাস গড়লেন তিনি। সুত্র:কা.ক ।
Tags: bangladeshi Guinness Book record list, bd news about world Guinness Book record, Guinness Book record news bangla.
No comments:
Post a Comment