
বুধবার (২৫ জানুয়ারি ২০১৭) সকালে এ তথ্য নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার আহসান হাবিব বলেন, মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ওই যাত্রীর কাছ থেকে সোনারবারগুলো জব্দ করা হয়।
তিনি বলেন, এসকিউ ৪৪৬ ফ্লাইটে ঢাকা আসেন ফজলুল। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কাস্টমস হাউজের কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার পেটে এক্সরে করা হয়। এতে তার পেটে সোনারবার দৃশ্যমান হয়। পরে টয়লেটে গিয়ে পায়ুপথ থেকে সোনারবারগুলো বের করেন ফজলুল।
জব্দকৃত সোনারবারের ওজন এক কেজি। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।
ফজলুলের বাড়ি কেরানীগঞ্জে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে বলেও জানিয়েছেন আহসান হাবিব। তথ্য: ঢাকা সংবাদদাতা। Shona Uddhar
Tags: bangla hashir khobor, bangla mojar khobor, bd fun, bd news fun, funny news, laughing news bangla.
No comments:
Post a Comment