প্রায় দশ বছর ধরে ছাত্রদের যৌন হেনস্তা, ধর্ষণ ও হুমকি দিয়ে যাচ্ছিল শিক্ষক। অবশেষে ফাঁস হল সেই কীর্তি। আপাতত ঠাঁই হয়েছে জেলখানায়। ঘটনাটি ভারতের রাজস্থানের রামগঞ্জের। শিক্ষকের নাম রামিজ। সম্প্রতি এক ছাত্রের মা রামগঞ্জ থানায় জানান, তার ২০ বছরের ছেলেকে গত ছয় বছর ধরে ধর্ষণ করে চলেছে রামিজ। এরপরই হাতেনাতে ধরা হয় অভিযুক্তকে।

Teacher Students Scandal Video-Teacher Students Scandal Pictures-Teacher Students Scandal News.
অভিযোগকারী জানান, আমার ছেলের তখন ১৪ বছর বয়স। ওকে হেনস্তা করে এবং ভয় দেখায় কেউ জানতে পারলে পরীক্ষায় ফেল করিয়ে দেবে। আমার ছেলে ধীরে ধীরে ট্রমায় চলে যায়। রামগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, জয়পুরের রেহমানি স্কুলে পড়ানোর পাশাপাশি প্রাইভেট টিউশনও পড়াতো রামিজ। অল্পবয়সী ছেলেদের যৌনহেনস্তা করে তার ভিডিও ক্লিপিংও তৈরি করত ওই শিক্ষক। পরে ছাত্রদের ভয় দেখিয়ে টাকাও নিত। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা অভিযুক্তকে স্কুল থেকে বহিষ্কার করে। কিন্তু কেন স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে । সুত্র: ইন্টারনেট। Teacher Students Scandal Desi Video.
Tags: desi teacher hot scandal, hot desi scandal news, indian scandal news, indian students scandal news, teacher and student scandal video, teacher raped and make video, teacher scandal video.
No comments:
Post a Comment