Breaking News
recent

শুধুমাত্র ভার্জিন ছাত্রীরাই বৃত্তি পাবে স্কুলে! Virgin School Girl BD News

ভার্জিন ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা ঃ

বৃত্তি পেতে হলে ভার্জিন হতে হবে ছাত্রীকে। এক পৌরসভার এমন আজব নির্দেশিকায় তোলপাড় পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। পড়াশোনার সঙ্গে ভার্জিনিটি প্রমাণের কী সম্পর্ক, এই প্রশ্নেই সোচ্চার বিভিন্ন মহল। Virgin School Girl Hot BD News.

পূর্ব নাতালের উথুকেলা পৌরসভা সম্প্রতি ঘোষণা করেছে, ১৬জন ভার্জিন স্কুলছাত্রীকে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে মেইডেন বার্সারি অ্যাওয়ার্ড দেওয়া হবে। দুটি ভার্জিনিটি পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। এক আবেদনকারী ছাত্রী জানিয়েছে, ‘ওরা যোনি দেখে এই পরীক্ষা করে। তবে যোনিতে কিছু প্রবেশ করানো হয় না।’

পৌরসভার মুখপাত্র জাবুলানি খোঞ্জার দাবি, মেয়েরা যাতে নিজেরা পবিত্র থাকে এবং যৌনকর্মে লিপ্ত না হয়ে শুধুমাত্র পড়াশোনাতেই মন দিতে অনুপ্রাণিত হয়, সেজন্যই এই অনুদানের ব্যবস্থা করা হয়েছে। যাদের এই অনুদান দেওয়া হবে, তারা প্রত্যেক ছুটি থেকে ফেরার পরই তাদের ভার্জিনিটি পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন খোঞ্জা।

এই নির্দেশিকার প্রতিবাদে সোচ্চার সমাজকর্মীদের দাবি, যৌনক্রিয়া আর শিক্ষার সঙ্গে কোনও সম্পর্ক নেই। দক্ষিণ আফ্রিকার নারীকল্যাণ দপ্তরের মুখপাত্র শার্লট লোবও জানিয়েছেন, ‘মহিলাদের অধিকার খর্ব করে, এমন কোনও কিছুকেই আমরা সমর্থন করি না। এই ঘটনা সত্যি হলে, আমরা তার ঘোরতর বিরোধী। অবিলম্বে ওই পৌরসভাকে এই নির্দেশিকা বাতিলের নির্দেশ দেব।’Source:Internet.

Tags: hot school, school girl, school girl news, sexy school girl,স্কুলের মেয়ে,মেয়েদের খবর,desi school girl.

No comments:

Post a Comment

Labels

BDNews (175) Download (2) Funny (61) Life-Style (37) Stories (15) Tips (154) Videos (30)
Powered by Blogger.