ভারতের কেরালায় তিরুবনন্তপুরমের বানরের প্রতিদিনের অনিয়ন্ত্রিত অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে, অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন পুষ্পলতা নামের এক নারী। Old Woman Suicide For Monkey in Kerala.
পুষ্পলতা আত্মহত্যার আগে কোন নোট লিখে যায়নি। কিন্তু যদি লিখতেন, ৫২ বছর বয়সী ওই বৃদ্ধা নিশ্চিতভাবে তার মৃত্যুর জন্য কয়েকটি গেছোবানরকে দায়ী করে যেতেন।

পুষ্পলতার দুই সন্তান পুলিশের কাছে জানিয়েছেন, কিছুদিন ধরে বানরের উৎপাত অনেক বেড়েছিল।বানরের উৎপাতে জমিতে ফসল রাখার উপায় ছিল না। আবার সারাদিন মাঠে ঘাম ঝরিয়ে ঘরে ফিরে রেধে রাখা খাবার মুখে তোলারও উপায় ছিল না। ঘরে ঢুকে সব তছনছ করে ওরা চলে যেত। কখনও ঘরের চাল ভাঙছিল। কখনও মাঠের ফসল নষ্ট করছিল। কিছুতেই ওই বানরদের দৌরাত্ম্য ঠেকানো যাচ্ছিল না। যার জেরেই মা অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন। সুত্র:ইন্টারনেট। Kerala Woman Suicide For Monkey
Tags: banorer khobor, banorer nach, banorer sobi, bd news about monkey, dustu banor, indian monkey suffering, news about monkey, stoopid monkey story, story of monkey in bangla.
No comments:
Post a Comment