ফেইসবুক রিকগনিশন কি জানেন? না হলে এক্ষুনি জেনে নিন:
এ বার থেকে আপনার ফেইসবুক একাউন্ট ওপেন করার জন্য বা অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ‘ফেস রেকগনিশন টেকনোলজি’ আনতে চলেছে ফেসবুক। বর্তমানে নির্দিষ্ট কিছু গ্রাহকের অ্যাকাউন্ট নিয়ে পরীক্ষানিরীক্ষা চলেছে। এখানে কার্যকরী হলে তা সব ফেসবুক অ্যাকাউন্টেই কার্যকর করবে সংস্থা। Facebook Recognition Technology in Bangla.
‘ফেস স্ক্যান’ পদ্ধতিতে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার হাত থেকে বাঁচানো যাবে বলে মনে করছে সংস্থা। ‘ফেস স্ক্যান’ পদ্ধতি কার্যকর হলে অন্যের ছবি ব্যবহার করে ‘ফেক অ্যাকাউন্ট’ তৈরি করাও আটকানো যাবে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, গ্রাহকরা তাঁদের মুখের কাছে ফোনটিকে ধরলে ফেসবুক অ্যাপ তাঁদের মুখ স্ক্যান করে অ্যাকাউন্টে তাঁর ট্যাগ্ড ছবি বা ভিডিওর সঙ্গে কমপেয়ার করবে। মিলে গেলেই খুলে যাবে অ্যাকাউন্ট।
‘ফেস রেকগনিশন টেকনোলজি’-র ব্যবহার ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ফেসবুকে। গ্রাহকের অ্যাকাউন্টে আপলোড করা ট্যাগ্ড ছবির মাধ্যমে ‘অ্যাকাউন্ট অথিন্টিসিটি’ মাঝেমধ্যেই যাচাই করে নিচ্ছে ফেসবুক।
Tags: facebook hack bangla,facebook privacy,facebook settings,bd facebook,facebook tutorial bangla,ফেইসবুক বাংলা,ফেইসবুক কিভাবে করে,ফেইসবুক একাউন্ট খুলবো কিভাবে,ফেইসবুক চালাবো,ফেইসবুক সিকিউরিটি,বাংলা ফেইসবুক.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment