Mahi Mahi With Husband
স্বামীর সঙ্গে মাহি এখন মড়ুভূমিতে....!
স্বামীর সঙ্গে মাহি এখন মড়ুভূমিতে....!
বাংলাদেশের মতই বরাবর অন্যান্ন দেশেও রয়েছে নতুন ছবিটির চাহিদা। ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে দুবাইয়ের বেশ কিছু সিনেমা হলে। ছবির প্রচারণা করতে বর্তমানে দুবাইয়ে রয়েছে ছবিটির টিম। ছবিটির অভিনেতা-অভিনেত্রী ও কুলাকুশলীদের সংবর্ধনাও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। শনিবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের মভেনপিক হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়। Mahi Mahi With Husband News Online BD.

এদিকে ছবির প্রচারণার কাজের ফাকে ফাকে মরুর বুকে ঘুরে বেড়াচ্ছেন মাহি । সোমবার নিজের ফেসবুক ওয়ালে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সেখানে স্বামীর সঙ্গে সতেজ দেখা গেল মাহিকে। অবশ্য তাদের সঙ্গী হয়ে ছিলেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপঙ্কর দীপনসহ আরও অনেকে।
মরুভূমির বুকে এক বৃক্ষ পেয়ে তাতে চড়ে বসেছেন মাহি। ক্যামেরায় পোজ দিয়েছেন হাসিমুখে। কিছু ছবিতে মাহির স্বামী অপুকে দেখা গেল সালমান শাহ স্টাইলে মাথায় কাপড় বাঁধা। বোঝা গেল, ব্যস্ত জীবনের ফাঁক গলে হঠাৎ পাওয়া অবকাশকে বেশ ভালোই উপভোগ করছেন মাহি।
‘স্বপ্ন স্কেয়ারক্রো’র আয়োজনে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তারমধ্যে দুবাইতে ছবিটি বেশ ভালো সাড়া পায়।
Tags: মাহি এবং মাহির স্বামী, মাহির নতুন খবর, নাইকা মাহির বাংলা খবর, বাংলা সিনেমার নাইকাদের খবর, Mahi and her husband, Mahir notun khobor, Naika mahir bangla khobor, Bangla chinemar naikader khobor.
No comments:
Post a Comment