Breaking News
recent

শাকিবের সাথে নুসরাত ওধাও! Sakib & Nusrat Latest Romance

Sakib & Nusrat Latest Romance
শাকিবের সাথে নুসরাত উধাও!

কলকাতার নুসরাত এবং শাকিব এখন একসাথে ফুর ফুরে হয়ে আছেন। কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত একটি ছবিতে অভিনয় করতে গেছেন তাঁরা। খোঁজ নিইয়ে অন্তত এমনটাই জানা গেল। তারা সেখানে গানের দৃশ্যে অভিনয় করছেন। ছবিতেদ শাকিবের বিপরীতে নুসরাত ছাড়াও রয়েছেন সায়ন্তিকা।


শুটিং চলাকালীন একটি ছবিতে শাকিব-নুসরাতকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। এই ছবির শুটিংয়ের জন্য ৪ নভেম্বর ঢাকা ছেড়েছেন শাকিব।

দেশ ছাড়ার আগে শাকিব জানিয়েছিলেন, দেশের বাইরে শুটিং করলে লোকেশনে একটা বৈচিত্র্য পাওয়া যায়। আর সে কারণেই থাইল্যান্ডে শুটিং হচ্ছে।

আশা করি দর্শকেরা ভিন্ন ফ্লেভার পাবেন।
চলতি বছরের মার্চে ছবি নির্মাণ শুরু থেকেই ছবির নাম এবং শাকিবের লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। ওপারের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত ওই ছবিটি পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজিব বিশ্বাস।

Tags: শাকিব খানের নতুন বাংলা খবর, ভারত বাংলা এবং বাংলাদেশী সিনেমার খবর, শাকিব খান এখন কোথায়, Shakib khaner notun bangla khobor, Indian bangla and bangladeshi chinemar notun khobor, Sakib khan ekhon kothay.

No comments:

Post a Comment

Labels

BDNews (175) Download (2) Funny (61) Life-Style (37) Stories (15) Tips (154) Videos (30)
Powered by Blogger.